হৃদয়ে ভাঙনের শব্দ অতীত হয়ে গেছে,
মঙ্গলদীপ জ্বালিয়ে বন্ধ নেই হাহাকার,
চোখের জলে এতো তৃষ্ণার আয়োজন,
গভীর ঘুমে শান্ত বেদনার ধূসর পৃথিবী
আমি খুব নিরুপায় ।
অনেক মাপযোগ করেছি সীমান্ত,
বিরাণ মেঘের ভেতরের অবুঝ জলকণা।
অভিমানে নিয়ে গেছ কত স্বপ্ন সম্ভার,
মেতেছিলাম নিবিড় এক সবুজ বুকে,
সবকটি শীতল বাঁকে উষ্ণ প্রস্রবনে,
উজ্জ্বল যৌবনে, অবিরাম কোলাহলে।
কতোটা বিষাদ শ্রাবণে দেহচিরে দেখব
রক্ত – মাংসের পিন্ড
বোবাদৃষ্টিতে তাকিয়ে রোদ ও বৃষ্টির গন্ধ,
তৃষ্ণার গোধূলি তোমার বক্ষে,
খুলে দিলেই ছায়ায় হারায় নিমন্ত্রণ।