তুমি না চাইলে, সময় গুলো শুধরে নেব না,
পারবে? ঘড়ির কাঁটার বয়সের তোড় জোড় থামাতে,
তুমি চাইলে, আনায়াসে এড়িয়ে যাব,
নিস্তব্ধতায় ভালোবাসাহীন টিক টিক শব্দ,
পারবে? অতৃপ্ত দীর্ঘশ্বাস নামাতে।
কত যুগ গেল আমার,
শোনা হয়না তোমার গভীরে বেড়ে উঠা নৈঃশব্দের গল্প,
দেখা হয় না, হঠাৎ জ্বলে ওঠা একাকী গাঢ় আঁধারের ক্ষয়।
পাখীদেরও আছে সন্ধ্যা, তাই দল বেঁধে ঘরে ফেরে,
আমার আছে সন্ধ্যাবিহীন প্রত্যাশা, কষ্টের অবিরাম ভাব বিনিময়
ছুঁয়ে ক্লান্ত হয়নি কখনো,
তবুও মাঝে মাঝে অবাক হত দুই হাত,
পুজো আমার ধ্বংস করেছে ঘরের কোণের হৃদয়,
ভালোবাসা কি কখনো মরে যায়!
শূন্য পায়ে চলি কেন নিস্তব্ধ অনন্ত-রাত।