আমার নিভৃত পথে, পাগলের মত
সহাস্যে মুছে দেয় সেই মহাদৃশ্য,
নারীসঙ্গে কতটা উৎফুল্ল হয়ে ওঠে জীবন!
ফিরে আসছে দেখো, জীবনের বর্ষা,
ধেয়ে আসছে বাসরের দুয়ারে অনন্ত সাইক্লোন,
গোপন আয়না চূর্ণ বিচূর্ণ করে দেবে যুদ্ধ,
অনিবার্য বিশ্বরূপ দর্শনে চোখপাতারা অন্ধ,
নগ্ন দু’হাত দিয়ে উড়ে যায় নীল ফড়িং,
জানিনা কখন মুছে গেছে সাধ পূরণের লক্ষণ-রেখা,
অশনি সংকেতে দু'চোখে ঘুম নেই।