সংখ্যাহীন স্বপ্নের ডানার পালক ছিঁড়ে ছিঁড়ে,
তোমার প্রস্থানে ডুবে গেল খোলা নীল আকাশ,
নীল নিশ্বাসের মতই বেঁকে যাওয়া নদীর কুলে,
এখন সন্ধ্যারা গোলাপি ছায়া খুঁজে বেড়ায়।
অতঃপর,আহ্নিক সুত্রে উল্টে গ্যাছে,
কলঙ্কের কঙ্কাল থেকে নিঃসৃত নিঃশ্বাস।
মেঘহীন আকাশের বাকলে বিষাদের এই অষ্ট প্রহরে
যৌবনের ব্যাকুলতায় অরণ্যের সবুজ ক্ষুধার ভেতর,
তোমার বিদায়ে নিভে গেল হোমের আগুন।
গাঢ় নিশীথের পাশে থাকা মায়া-সংসারে মৌনতায় জন্মেছে শাল ফসল,
বড় নির্জন জলে অচেনা শরীর বেয়ে চলছে শেষ উৎসব,
কে জানে কখন কোথায় কোন নীলে মন্ত্রের অবগাহনে,
চাঁদ আর মেঘের মৈথুনে সৃষ্ট কলঙ্কময় ভালোবাসা!
এখনো বেজে চলছে সান্ধ্যকালীন বিদায় সরোদ,
স্বরলিপিতে দুঃখিনী আঙ্গুল ভাঙ্গে সন্ধ্যা সুর
বৃষ্টি ধোয়া গলির মুখে,
হাত ফসকে ছুটে যায় প্রেমিকের প্রণাম।