আমার কাছে আর কোনো স্বপ্ন নেই,
সঁপে দিয়েছি প্রেম,
পৃথিবী জুড়ে ধ্বংসের পর ধ্বংসে
নীরবে শান্তি বিদায় নিল।
আমি হয়তো আর কিছু চাইবো না,
দুই ঠোঁটের লাল টসটসে আকাশ,
বিন্দু বিন্দু মেঘ জমানো নাকের ডগা,
এলোমেলো হাওয়ায় সুবাস ছড়ানো কালো চুল।
আমার অপ্রাপ্তিতে,
ছদ্মবেশী চোখের দূরত্ব থেকেই যাবে।
প্রথম প্রেমের স্পর্শে ওত পেতে থাকা অনভ্যস্ত হাত দু’টো,
শিকারিনীর সবুজ গন্ধে নিস্তেজ হয়।
আজকাল তোমার নিরবতার পাণ্ডুলিপি,
রক্তশূন্য গোধূলির মত দেহকোষে দাগ কেটেছে,
হয়তো সিঁথির উপত্যকায় মহাসাগরের বিশালতায়,
এক ফোঁটা সিঁদুরের কারুকার্যময় রুপে নিশ্চিহ্ন হব,
ছায়া দিয়ে নারীরূপ দর্শনের মহানায়ক হব না,
আজ বড়ো সাধ, নীরব হয়ে যাই,
বহুদিন সরব ছিলাম, শান্ত জলধির মতো।