বলতে পারিনি কিছুই,মনের কথা মনেই থাকল,
ভিতরে অনন্ত নিরালা পথ, সামনে বিপুল জনস্রোত,
ভিড় করেছে বৃষ্টি, দ্যাখো বিপন্ন মেঘের শহর।
যাবার বেলাই ছুয়ে দিল পিপাসার চিহ্ন,
সহাস্যে মুছে দিই উৎফুল্ল হয়ে উঠা বিদায় পথ।
মনের ভিতর মনই ছিল, আর কিছু নয়,
রৌদ্র দেখেনি ছায়া, তবে বিলিয়ে দিয়েছে তাঁর সবটুকুই,
কেউ ছুঁয়েছে ছায়া লঘু যত্নে,
রাত্রির কণ্ঠে শুনে দাঁড়িয়েছিলাম পাশে,
রাত্রি জানে কোথায় সুবর্ণ সেই?
আমি বলতে পারিনি কিছুই,মনের কথা মনেই থাকল,
তাঁর ছদ্মবেশী মায়ায়,
অনিবার্য করে তোলে দার্শনিক যাবতীয় বাক্য।
নিদারুণ খেলাচ্ছলে আমার কবিতা, প্রেম
বুক জুড়ে শুয়ে থাকা নীল জ্যোৎস্না,
নীরব স্পর্শে কোল জুড়ে বয়ে চলা স্বর্গ নদী,
অন্ধকারের ধর্মে কর্মে কি বলতে পারে?
যে আলো সে এনে দিয়েছিল,
সে আলোর পুজায় জীবন পার করছি।
তবুও
বলতে পারিনি কিছুই,মনের কথা মনেই থাকল।