আমারি সাজের ঘরে
তোমাকে জায়গা করে
হঠাৎ আমি উধাও হলাম
একা,
শুধু একা।
সাত সমুদ্র তেরো নদী পার
মিলেমিশে করব রঙিন
তারও গভীরে তোমার জবাব
সব ছেড়ে শুধু তুমি পারাপার।
এসো এসো আরও গভীরে
তোমার জীবনের অধ্যায় পড়ব ভরে
সব শেষে তোমাকে নিয়ে
ধরিত্রীর সব সত্যকে পারি দিয়ে।
যৌবনের নতুন জৌলুশ ঝলসে ওঠে
পা দিয়ে একলা রেশে
সবকিছু লাগছে নতুন
তোমাকে সঙ্গী পেয়ে।
বিলাসিতা নয় বিজ্ঞাপন
তোমাকে পেয়ে বুঝেছি যখন
স্বপ্নের দৌড়ে আমি আর তুমি
মনের ঘেরাটোপে বুঝেছি তখন।
অশান্ত সমুদ্র;
উচু উচু তরঙ্গ
জোয়ার ভাটার মাঝে তুমি
আমাকে নিয়ে করেছ প্রত্যয়।
স্বপ্নের সেই সোনালি দিনগুলো
বর্তমানের সাগরে হয়েছে জড়ো
নৌকার সেই মাঝি হয়ে
রয়ে যায় মোদের সেই অভাবগুলো।
তোমার সেই কানের কুন্ডল;
হাতের চুড়ি,
করে দেয় নতুন মুহূর্তের স্বাক্ষী
জীবনের ভেলায় ভেসে মোরা
করব মোদের মিলনের দৃষ্টি।
হয়তো তখন আমি তুমি
হব সাতপাকে বাধি
নতুন সময়ের সূচনায়
মনের পরশে গাহি।
স্বচ্ছন্দে দিন কাটাবো
তোমাকে নিয়ে আমি
নতুন প্রলাপ বলে বলে
কাটাবো মনের গ্লানি।
মনে পরে সেই দিন
যখন তুমি ছিলেনা মোর কাছে
জগতটা যেন হয়েছিল পাষাণ হৃদয়
তোমাকে না পাওয়ার মাঝে।
এখন নতুনের খোজে নতুনকে জানতে
দেব মহান পারি
তোমায় আমায় মিলে সেথায় যাব
ভাঙবো একাকিত্বর বেড়ি।