তোমারি সুরে
যাই চলে যাই
দূর আকাশপানে
গা ভেসে যাই
সাথী হয়ে ছিলে তুমি মোর কাছে
তাই মনে হয়
সেই দুপুরে তুমি আমি রই।
মায়াভরা চোখে
অকপট সেই পলকে
চাইলে তুমি মোর অন্তরে
ভুলিয়ে দিলে হৃদয়ের গ্লানি
শ্রবণ বিভোর রাত।
খোলা কেশ পূর্ণিমার রাত বাতাসে
আলতো হাওয়ায় বাঁশি বাজে আকাশে।
মোদের অভিসারের হল এবার পালা
চেনা অচেনা মুখ নিয়ে
কোথায় যেন ধাওয়া।
ভাসল দিঘিতে পানকৌড়ি
সেই সুনির্মল স্রোতে
যায় চলে যায় পথিক হয়ে
নতুন সাথীর খোঁজে।
তুমি আমি চলতে চলতে
সেই দিগন্তের পাড়ে
তুমি যেন মিলিয়ে গেলে
কোন বেলার সেই আধারে।
তুমি দিলে ব্যথা আমায়
সইব আমি দূর নিশা পায়
তোমারি সেই খোলা কেশের
শুধু যে গাইব মৃদু বায়।
নীল গগন আঁধারে তুমি আমি একারে
নেই শুধু বাতি তোমারি আমায়
নীল বাতি জ্বালিয়ে
তুমি আমি কাছেরে
বাড়ির সেই স্নিগ্ধ যোতি
তোমার হাত ধরে
পেয়ে গেল নতুন দিশা
অমাবস্যার সেই চাদরে।
আর শুধু কিছুক্ষণ
তুমি যে নাই
নেই শুধু সুরে তুমি,,,,,
তোমারি স্তব গাই।
রইল পড়ে তোমার সুর
সেই ছিন্ন বীণায়
আমারি পাশ হয়ে গেলে
তুমি যে নাই
আমারি যাবার বেলায় তুমি যে কোথায়
ওগো তুমি যে কোথাও
তোমারি সুরে
যাই হারিয়ে যাই
ওগো তোমারি সুরে
যাই হারিয়ে যাই
দিন বয়ে যায়
ও ভাই দিন বয়ে যায়
তোমার সুরের ছিন্ন তন্বী আর ডাকেনা আমায়।