তোমারি পথ চেয়ে বসেছিনু আজ
নিভৃত রজনী খেলে যায় সুবাস
ও,,, ও,,,ও
সেই প্রভাতে তোমার আলো
মোর সকালে খেলা
যাবার শেষে বলে যাই যখন মোর সেই বেলা
তোমারি যাবার পালা
ওগো তোমারি যাবার পালা।
আমার পাশে তোমার আলো
সাঁঝবেলাতে দিনেক ভালো
সেই আলোতে মাতব এখন
সুধায় তড়িৎ মাখা
ওগো তোমার ছলনা বুঝব এখন
আমার পাশে হবেনা যখন
হব আমি একা
সেই ভোরেতে আমি একা।
মোদের সেই হবে দেখা
পথ চেয়ে একা একা
সঙ্গে না থাক যাই বলি
যাবার বেলায় সেটা।
ওগো মোর সেই যাতনা
ভেঙে ফেলো সব ছলনা
তোমারি পথ চেয়ে
ওগো তোমারি পথ চেয়ে।
ও,,,ও,,,ও
তোমারি পথ চেয়ে বসেছিনু আজ
নিভৃত রজনী খেলে যায় সুবাস
তোমারি দেখার মাঝে।
সেই প্রভাতে তোমার আলো
মোর সকালে খেলা
যাবার শেষে বলে যাই যখন মোর সেই বেলা
তোমারি যাবার পালা
ওগো তোমারি যাবার পালা।
(গীতি কবিতা)