তোমার বলা সেই কথা-
আজও আমার মনের কোঠরে রয়ে গেছে
তখন আমরা ছিলাম ছোট, অপ্রাপ্ত, কচি
কথাটা কী ছিল তা অস্পষ্ট লাগছে
কিন্তু কে যানে সেই কথার রেশটা বড় হয়ে,
            মোর জীবনে এক নতুন সকাল নিয়ে আসবে।
কারণ তুমি আমাকে করেছিলে প্রতিজ্ঞা যে-
আমার আগাম ভবিষ্যতে চিরসাথী হয়ে থাকবে।
আমার চোখটি যেন হঠাৎ ঝলমল করে উঠল।
কারণ এটি মোক্ষম সময় তোমার দেওয়া কথা পূরণ করবার।
কিন্তু হৃদয়ের কোণে আরেকটা সংশয় কাজ করে।
তোমার হতে আমার দূরত্বটা অনেক বেশী
আর আমরা বেশ সাবলম্বি হয়েছি এখন
দুরত্বর আঙিনায় তোমার দেওয়া প্রতিজ্ঞাটি কী নিস্ফলে যাবে?
আমার কাছে তোমার দেওয়া কথাটির কী কোনো মূল্য থাকবেনা
জানি এটা ভাবনার বিষয়,
কিন্তু আশাবাদী হওয়া তো খারাপ নয়।
তুমি আমার জীবনে থাকো কিংবা নাই থাকো-
চিত্তের গহীনে তোমার কথাটি অমর হয়ে থাকবে সর্বদা।
নিরবিচ্ছিন্ন স্মৃতি হয়ে তুমি আমার ছোটবেলাকে করেছ রঙিন।
দিয়েছিলে অনেক ব্যথা, দিয়েছিলে সুখ,
করেছিলে তোমার সেই অনড় প্রতিজ্ঞা
তবে বাস্তবের দুনিয়ায় সেগুলি লাগছে সব যেন ভূলেভরা অবান্তর
তোমার জন্য আমার নিবেদিত প্রাণ হবে যেদিনকার
সময়ের আলোতে তোমার দেওয়া প্রতিজ্ঞা হবে পূর্ণ তার।