তুমি হে সুহাসিনী
   অন্তর মম সরিল রাগিণী
নিশীথ যামিনী তোমারি পায়ে
  ধরাতল তোমারি গাহে
তুমি যে আমারি সেই অবস্থা
    ফুটিল অখিল সম হে বিনোদিনী।

তুমি হে কূলেরি সৌরভী
  শ্রুতিমধুর যেথায় হেতু পড়শী
দৃষ্টিনন্দন তোমারি হে কণ্ঠের মালা
   চালাব সোপান, শুধু রবে এ চালা
তুমি বেজায় জটিল
    তুমি হে কূলকামিনী।

তুমি মোর চেতনা বাহি
  বাড়ির আঙ্গিনায় তোমার বিস্তৃত বিচরণ
একা হাতে সপিলে সংসারের সাগর
   তোমারি চরণতলে গৃহ হল মন্দির
জীবনের সন্তরনে
   তুমি হে হৃদয় প্লাবিনি।

তুমি মোর দিবানিশি
  সলিল সমূহে তুমি হে প্রবাসী
ভূবন ভরায়ে তুমি যে রবে
  শান্তির পরশ তুমি যে দিবে
নিশীথ অমর কুঞ্জে
    জীবনের যে প্রতিচ্ছবি।

জীবনেরি যে চাওয়া কিছু
    সুখাসন বইছে পিছু
তোমারি হস্তে অমর ছোঁয়া
    বাজল যে হৃদয় বালা
তুমি বুঝাইলে ছন্দের হাল
         জীবন যুদ্ধে সাহসিনী।

যৌবনের বাঁশি উকি দিয়েছে
    প্রাণপণে মোর উষ্মা জাগিয়েছে
হৃদয় তাড়িত হে মোর প্রাণ
     বিদিত হে মোর কজ্জল তান
তোমারে যে দুহস্তে ধরি
     সম্মুখ পিয়াসী তুমি হে সরণি।