দিবাবেলায় সূর্য করে অনেক ঝিকিমিকি,
নিশাকালে শুকতারা দেখায় নতুন নতুন ভেলকি ।
গ্রহ,নক্ষত্র,উল্কা,ধূমকেতু নিয়ে বিস্ময় সৌরজগত ;
নতুন গ্রহের সন্ধানে বিজ্ঞানীরা হচ্ছে তত্পর
ধূমকেতুরা শত শত বছর পরে দেয় উকি ,
উল্কাপিণ্ডরা করছে অফুরন্ত ছুটোছুটি ।
গুরুগ্রহ বৃহস্পতি সবাইকে দেয় প্রশিক্ষণ
নীলগ্রহ পৃথিবীতে সন্ধান পাওয়া যায় জীবন ,
কোটি কোটি বছর ধরে সৌরজগত নতুনের দিশারী
সূর্য মামা সবাইকে মাধ্যাকর্ষণে বেষ্টনকারী ।
দূর আলোকবর্ষে উল্কারাশিরা ধেয়ে আসছে চুপিচুপি
রাতের আকাশপানে গ্রহাণুরা ভেসে থাকে একরাশি ।
আকাশগঙ্গাতে আমরা যেন এক ক্ষুদ্র বিন্দু
চন্দ্রযান করে দিয়েছে বিন্দুতে সিন্ধু ।
নিকটবর্তী হওয়ার জন্য বুধ সবচেয়ে তপ্ত
গুরুগ্রহ বৃহত হওয়া সত্বেও সূর্যের কাছে ছোট্ট ।
সূর্য এত দূরে হয়েও মনে হয় কাছাকাছি
রাত্রিবেলা চন্দ্র দেয় স্নিগ্ধ নির্মল যোতি ।
আধার দূর করে পৃথিবী এক নতুন আলোর সন্ধানে
সৌরজগত যেন বেধে রেখেছে সবাইকে একত্রক্ষণে ।