তোমারি চাওয়া তোমারি অবুঝ তন্দ্রামেঘের ছটা
তোমারি অবাধ কুসুমতোলা রাঙা আলোর শাখা।
সম্মুখ ক্ষণে তোমার আসা দিল একরাশ হাঁসি
সবুজ ছোঁয়া মনে লাগে একালের সেই স্মৃতি।
হৃদয় চাওয়া চাচ্ছে কাছে তোমারি সেই বেলা
মনের দরিয়া বইছে মধুর সোহাগ মধুর পাওয়া।
মোর আশা কিছু প্রতীক্ষা তোমার সম্পূরক দৃষ্টি
শব্দসম্ভার আয়োজিত প্রাণ তোমার মনের প্রাপ্তি।
বলবো সেথায় মোদের মিলন মোদের সেই নীড়
শান্তির মোড়া হৃদয় ভাসান আবেগমুখর স্থির।
সংসার সমুদ্র তোমার দর্পণ তোমার সেই ছোঁয়া
মেঘের কোলে পড়ছে আলো নতুন ভোরের হওয়া।
মোর ভুবন গাইছে রে গাইছে রে তোমার অমর সুরে
চলে যাব দূর সীমান্তে অবাধ মন নাচেরে।
তুমি এত কাছে থেকেও মনে হয় যেন দূর
তোমার অভাবে কী পূরণ হবে মোর ক্লান্তির ঘোর
মোর হতে দূরপানে হয়ত তুমি ফিরবে
তোমার সাথে আপোষ যেথায় রইবে সেথা কাছে।
তোমার সৌহার্দ্য তোমার যৌবন হৃদয় সম্মিলিত প্রাণ
হয়তো আবার ফিরে পাব ফেলে চলা মোদের কাল।