দেখরে ভাই সবুজ একা করছে বারংবার
গুনছে স্বপ্ন নতুন দিনের পড়ছে পারাবার
প্রহেলিকা পেড়িয়ে জাগবে সূর্য নতুন ভোরের আলোয়
চলছে একা সৈনিক-
সময় দিনহীন
দূরত্ব বাঁধাবায়।
কচি দেহ, তীক্ষ্ম ত্যাজ, দৃষ্টি উচ্চশিখর
ওরে কাঁচা ভাঙবে মাচা সময়ের কণ্টকবিজর।
ভাবুক মন-অশান্ত পথ, লক্ষ্য কলুষিত
গড়বে স্বপ্ন বার্ধক্য ঘুচিয়ে নতুনের দিশায়।
সামনে দরিয়া ভাসছে তরী'য়া নতুনের সাজে
জাগো সবুজ চালাও বৈঠা বিবিধের মাঝে
সেই সাগরে বাজাও ডঙ্কা উন্মুক্ত চিত্ত
জয়ের নিনাদ কাঁপিয়ে ভয়কে জয় করো।
যেই জড়রা করেছে তোমাকে ত্যাজ্য পলাতক
অশ্রুহীন ঘূর্ণিঘোরে চালাও সবুজ ঘাতক
নতুনের প্রহর তোমার আশায় বইছে টানাটান
ভাঙ্গো পুরাতন স্থবিরতা
ভরে তুলো একরাশ স্বপ্ন
জাগাও সবুজের জয়গান।
তোমার আবহে ঘুঁচবে দিনতা
ঘুচবে পরাধীনতা
বৈরিতার শৃঙ্খল কাটিয়ে উঠে
জাগাবে সজীবতা।
স্বপ্নের ভোরে নতুন সমাজ তোমার পদধূলিতে
সোনার গড়ন তোমার চাওয়া
ভরবে সবুজের ছোঁয়াতে।