আমার লেখা তোমার সেই সাদা খামে
তুমি দেখবে
তোমার দেখা আমার সেই শেষ প্রশ্নটি
অন্তরের দেখা আমার সেই বেলাটি
তুমি পড়বে,
তুমি শুধু কাঁদবে
আমার হল যাবার পালা আমার হল গো
মিটিয়ে দেব চাওয়া পাওয়া
তোমার হতে আমার বলা
রয়ে যাবে সদা মনে শেষ প্রশ্নটি।
সপ্তসিন্ধুর সেই পাড়েতে আমার যে এল ডাক
ভবঘুরে জীবনের ইতি দিল হাক
বিকিয়ে গেছে মনের চাওয়া,
তোমার সাথে আমার চলা,
চুকিয়ে গেছে গো
আমার বলা শেষ প্রশ্নটি যে পড়ে রইল তো।
কোথায় যাব কালসীমানার সেই দুনিয়ায়
দিন কাটবে
শুধু তোমার সেই তৃপ্ত হাঁসি
আশাভরা সেই ক্ষণিক স্পর্শ
ভাসবে গো মোর শেষবেলার সেই যাত্রাটায়
মনের কোণে জানলার সেই পাতাটায়
আমি শুধু শায়িত মনে।
আমায় তুমি এখন যে আর কী বলবে ?
শুধু কাটবে গো দিন শেষ স্মৃতির পাতাটায়।
মনের বাঁশি বেজায় কাঁদে
রইবে পড়ে মোর হারিয়ে যাওয়া সেই প্রশ্ন
ছেড়া খাতায় উড়বে শুধু তোমার দেখাটায়।