অগোছালো মন বলতে চায় যখন-
একটা প্রশ্ন,
কিভাবে-কখন-কোথায় কে উপস্থিত হবে
মনের গোচরে স্বপ্ন বেধেছে, কখন কী চলবে
অভাবের সোপান পাড়ি দিয়ে জীবন বড়ই কষ্ট
কিন্তু জড়তাময় জীবনে ঠাই নিবে কী,
রয়ে যায় যেন একটা দ্বন্দ্ব।
হঠাৎ এক দিন সবেকার সবকিছু ভালই ছিল
কিন্তু পথ চলার মাঝে হল উত্কণ্ঠা
  কীভাবে তা হল।
নিয়তি তার কাজ করে যায় তার নিজের খেলায়
অস্তিত্বকে সঙ্কটে ফেলে নতুন প্রশ্ন যেন সদা মনে গজায়।
স্বপ্নর ভিড়ে বাস্তবের জগত যেন সংশয়পূর্ণ লাগে
অনন্ত পথ পাড়ি দিয়ে একটা বিনম্র প্রশ্ন সর্বদা মনে জাগে।
জীবনটা বড়ো খেয়ালিময়, গতিশীল এই পৃথিবীতে
অহংকারকে দর্পচূর্ণ করে চলা মুশকিল এই নতুনত্বে।
মনের মাঝে একটা প্রশ্ন,
সবকিছু কী মোদের ভূলেভরা দর্পণ
কোনোকিছু যে স্থায়ী নয়,
সবই যে চিরচঞ্চল।
'যুদ্ধ আর শান্তি' কে কোনটার দিশারী বলে যায় যেন একটা কন্ঠ
মুখোশ পরে শান্তির দূত হওয়া যায় ঠিকই,
শুধু করা যায়না প্রশ্ন।
একটা সময় নিজেই নিজের প্রতি আসক্তি এসে যায়
যে চলার পথে সাথী হয়েছিল তার স্থায়িত্ব এখন কোথায় ?
বন্ধুত্ব অপেক্ষা পরিবারের কল্যাণে সবকিছু ত্যাগ করে যেন-
অসংখ্য বন্ধনের দৌড়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছি না তো ?
জীবনটা যেন জোয়ার ভাটার মতো,
কখনো আসে সুখের পাহাড় আর কখনো বয়ে যায় দুঃখের নদী।
পরের স্বার্থে নিজের স্বার্থত্যাগী হওয়া যায়;
  মোর প্রশ্নের জবাব এটাই কী ?
দিনের হাওয়া বদলে গেছে,
  জানিনা কে কোথাকার আপনজন।
সময়ের হাত ধরে পথ চলা ধরিত্রীর,
  সবকিছু যে সদা পরিবর্তনশীল।
প্রশ্ন-প্রশ্ন আর শুধুই প্রশ্ন এটার উত্তর কে দেবে ?
জীবনটা যেন একটা বিরোধাভাস,
    এর দায়িত্ব নিজেকেই নিতে হবে।