আজকের যে ছোট্ট শিশুটি কাল বড় হবে-
তার কাছে প্রবীণদের একটি প্রশ্ন;
জড়তাগ্রস্ত মন, সন্দিগ্ধ চোখ, মুখে অট্টহাসি
তবুও যেন তাদের মনে একটা স্বপ্ন খেলা করে
যাদের জন্য করে গিয়েছি সব,
ছেড়ে দিয়েছি স্থান
আজ সেই ছোট্ট শিশু নবীন হয়ে কী পূরণ করবে মোদের মান
জানি কাল মোরা আর থাকব না,
সময়ের দৌড়ে মোরা পরাজিত।
কিন্তু যতটুকুও বা করেছি সব তাদের জন্য।
নিজেদের শ্রমের রক্তে তৈরী করা সম্পদ দিয়েছি তাদের জন্যে।
হতে পারি মোরা প্রবীন, এখন বৃদ্ধর দোরগোড়ায়
কিন্তু অবহেলার পাত্র নই।
যেই মোরা একসময় নবীন হয়ে সমাজের হাল ধরেছিলাম
নিয়তির খেলায় আজ মোরা পতনমুখ।
তবুও হার মানবোনা মোরা
কারণ-
মোদের জড় চোখে ঝলমল করছে একটা নতুন স্বপ্ন।
একটা নতুন দেশে হবে, থাকবেনা কোনো ভেদাভেদ।
আর এই স্বপ্নকে পাথেয় করে তুলবে নবীনরা।
যাদেরকে হাতে গড়ে তুলেছি মোরা।
নিজেদের ঘামকে জল করে তৈরী করেছে যাদেরকে।
আজ সেই নবীনই শেষ ভরসা মোদের,
কারণ কালের সমীপে আজ মোরা প্রবীণ।
তাই নবীনদের কাছে মোরা প্রবীণ বুড়োদের একটি বার্তা-
নিজেদের কর্মকে সপে দিয়ে করে দিয়েছি যাদের জন্য স্থান,
সময়ের দৌড় পেরিয়ে নবীনরা পূরণ করতে পারবে কী মোদের প্রাপ্য সম্মান ?