এসো এসো হে সখী
প্রণয় বিলাপে মাতিনু আঁখি
হও শর্বরী তুমি যে আমার
আমারি মনের
কোন্ অচেনা সাথী।
গাইবে যে আমার হৃদয় পাখি
একই সুরে মন দেখবে পাশি
তোমারি রবে সেই লগনে
সব ফুলঝুড়ি
সম্পর্কের গভীরে আকি।
নীল আকাশে মেঘ যখন
তোমার চরণে বাঁধব রতন
সময়ের দিশা পাড়ি দেয় হাতছানি
শুনব আমি
ঘুঙুরের সেই আলতা পায়ে।
চলব যে আমি একলা পথিক
জীবনের সেই পাড়ে মিলব যে ঠিক
তোমারি পানে পৌঁছে আমি
পাব সেই মুখ
সাঁঝের নিঝর বাতি।
নীরবে আমি দেখব চেয়ে
বিহিত কাজল দুই নয়নে
আমারি অজানা সেই জগতে
মিলব মোরা
যাবারি সেই সমূহে।
মোর যৌবনেরি খোলা খাতায়
পাতার পর পাতা ঢেউ খেলে যায়
চলারি পথে মোর যে শূণ্যতা
পূরণ হলো তার
তুমি অকুণ্ঠ কামিনী।