শান্ত নীড়ের স্নিগ্ধ বাতাস
   ভরা শশী ফুলের বাহার
সেই মুহুর্তে পাশে তুমি
দিগচ্ছটা বাহে
  তুমি সেই তপনের আলোর শিখা
   বেলা পড়ে যাহে।

কোথায় এমন বেলার ডাকে
     তোমার সুরের পানে হাকে
তুমি সেই সময়ে ভাসিয়ে দিলে
সেথা ধরাশায়ী
   তুমি হবে বেজায় বেহাল
  তন্দ্রা ভরা আঁখি।

কোথায় এমন বেহাল বরুণ
  কার ডাকে হবে সে তরুণ
শান্ত ক্ষণের অপার কুসুম
তুমি হৃদয়গ্রাহী
    ওগো তোমার ভাবে মন জুড়ে তাই
  তুমি অপার সাথী।

এমন নির্মল নদী হেথায়
   বইছে সেটা পাশে যেথায়
আনন্দ চিত্ত মন ভরপুর
মিলন সমাগমে
      ওহে পাখির ডাকে দিন কেটে যায়
   তুমি হে মন্দাকিনী রহে।

হিল্লোল দিঘী পাড়ের ঘাটে
    চন্দ্রসুধা উপচে পাশে
ঝিঝি পোকার সেই গুনগুন
মর্মরধ্বনী বাজে
    তুমি সেই ঘাটেরই যে পানকৌড়ি  
         সদা বাহিত নাচে।

এমন সূর্য নদী পাহাড়
     সারি সারি মেঘমল্লার
তাহারি পাশে নির্ঝর নদী
খেলছে ছোট্ট খোকা
   ও যে তাহার তরে ঢেউ খেলে যায়
     উজান কাহার দেশে।

ছোট্ট ছোট্ট সবুজ ঘাসে
     গো শাবকেরা ছুটছে পাছে
রাখাল দল যাচ্ছে ধেয়ে
কুঞ্জে কুঞ্জে বেয়ে
   ওসে রঙিন গৌধুলি যায় বলে যায়
  সাঝের সময় কাছে।