খানপাড়ার ময়রা
পিকু ওস্তাদ খয়রা
বেজায় ভারী চালাক
ভেজাল করে আলাপ
লাগিয়ে দিয়ে চাকুরে
ব্যাটা ওধাও চপ্পরে
খদ্দের এসে দাড়িয়ে
ব্যাটা দেয় কামড়িয়ে।
দিয়ে যায় গোয়ালা
এক মঘ দুধে
তাতে মিশায় দুহাত জল
বিক্রি করে জমিয়ে।
বানায় তিলের লাড্ডু
নড়বড়ে আর গুড়ো
করে খাস্তা কচুরি
টিপে লাগে লোহার গুলি
সাজিয়ে কাজু কাতলি
নেই কাজু, শুধু কাতলি।
বানায় হরেক রসমালাই
নেই মালাই, খালি রস খাই
নলেন গুড়ের সন্দেশ
মাছি ধরে জমিয়ে বেশ
করে লুচি সিঙারা
বাসি হাতে প্যাকেটে ফোয়ারা।
খদ্দের চায় চারিখানি
ব্যাটা করে শুধু দামাদামি।
একদিন খদ্দের গেল-
পচা নাড়ু গচাল।
খাদ্যে হল ডামাডোল
পেট ফুলে হরেক বোল।
সকল খদ্দের মিলিয়ে
তাহার দোকানে তাড়িয়ে
দিল তারা উটন-পাটন
পিকু ময়রার তালা ঝুলল তখন।