আমি নৌকা,
অনন্ত সাগরের মাঝে আমি এক ক্ষুদ্র প্রাণ
তাহার বুকে জখম দিয়ে আমি চলেছি সটান
কী একটা দুর্বোধ আশায় আমি ছুটে চলেছি
বহুদিন ধরে-
আমার কাঁধে ভার জমেছে
সাগর কুসুম অপারে।
ভেসে চলেছে বৃহত্ বৃহত্ জলযান হেলে দুলে ফরফরে
জাহাজ আমাকে বিদায় দিয়েছে,
দিয়েছে দুদণ্ড ছাউ রে।

একা বলে আমাকে ভেবোনা রুগ্ন
আমাদের ভারে ভারে জাহাজ গড়েছে
বিশাল বক্ষে আমি এক ক্ষুদ্র কায়া।
তবুও আমরা নই একা
আছড়ে পড়েছে আমাদের বুকে
  হিমসাগরের হিমশৈল
  কতনা আছড়ে পড়েছে সামুদ্রিক ঝড়।
  সব মাড়িয়ে এগিয়ে চলেছি একা
   আমি নৌকা।

আমারও আছে স্বপ্ন, আছে ক্ষুদা
মাঝি হোক বা নাবিক
  ভেলার গায়ে আলতো ছোঁয়ায় মেটাই তৃষ্ণা।
আমরা ক্ষুদ্র বলে ভেবনা আমরা তুচ্ছ।
ভেবে দেখেছো আমাদের কী অসীম শক্তি!
  শতগুনে বড় মোদের থেকে
সুবিশাল টাইটানিক জাহাজকে
   নিমিষে ডুবিয়ে যেতে দেখেছি।
  শত শত আমাদের নামানো হয়েছিল
  বাচিয়েছিলাম প্রাণ সাগরের ঠাণ্ডা হিম গহ্বরে।
তবুও তোমরা ভাবো মোদের পর।
একা জাহাজের ভিড়ে ছায়াসঙ্গী করে রাখো।
  কিন্তু তবুও আমার চোখে ধেয়ে উঠেছে স্বপ্ন
   সুবিশাল জলরাশির বোঝা তুলবার।
  আমার ঐ দুটি হাতে ধরেছে আলো
আমার ঐ চিহ্ণ বুকে নিয়েছে জমেছে ধূলো
  এক দুঃসাধ্য আকাঙ্ক্ষা বুকে নিয়ে-
    গড়ব সাধ্যমত।
  নীল সাগরের মাঝে লাল নৌকায় একা মাঝি সবুজ স্বপ্নে ভাসেরে
   ফোঁটা ফোঁটা বৃষ্টি ধরে যাবে সে মেঘমল্লারে।