হে নগরায়ন,তুমি এবার থামো
বন্ধ করো তোমার এই বিধ্বংসী উজাড় বৃত্তি
থামাও তোমার এই কৃত্রিমতায় ভরা দুষ্কর জীবন
নষ্ট করোনা সজীবতায় ভরা মোদের এই ভুবন।
ভেঙে পড়েছে প্রকৃতির জ্বলন্ত তরবারি
এখন তা শুধু হয়ে গেছে রুক্ষ উর্বর জর্জরিত।
মানবের লালিত্য থাবায় এখন নিয়তিও যেন হার মেনেছে
সুবুজে ঘেরা সোনালি ভূস্বর্গ চেপে জেগে উঠেছে কংক্রিটের চাদর।
সৃষ্টির সাম্রাজ্য আজ পতনের মুখে
জ্বলছে পরিবেশের লেলিহান শিখা।

প্লাবিত হয়েছে সবুজে ঘেরা এই স্বপ্নের দুনিয়া
কে জানত বেহেশত হবে এমন নাজেহাল;
    ধোঁয়ায় মোড়া জঞ্জালে।
নেই একটুকুও ছায়া, নেই হওয়ার প্লাবন
শুধু এখন ঢেকে আছে ধোঁয়াশা
      ঘিরে রয়েছে অজৈব গঠন।
কোথায় গেল পাখির কূজন, নেই ভ্রমরের গুঞ্জন
শুধু এখন বাজছে ডিস্ক এ ঘেরা এই বোকাবাক্সের গাজন।
নগরায়ন যেন এখন প্রকৃতির আলাদা রূপ;
     সবুজের ছোঁয়া থেকে আলাদা পৃথিবী।
চলছে খড়া, হরপাবান আসছে
   নেই একটুকুও স্বস্তি
সময়ের চাকা এখন বইছে উল্টোদিকে
প্রকৃতিও যেন তার প্রতিশোধে ব্যস্ত
এখন বুঝবে মানব সংসার
       নগরায়নের বাস্তব রূপটি।