দিবাশেষে সন্ধ্যা পেরিয়ে নিশীথের শুরু, হচ্ছে জল্পনা,
রাশি রাশি জোনাকি পোকা করছে আনাগোনা।
এক নতুন বিশ্বাস নিয়ে নতুন সময় আরম্ভ
যৌবনের হিসাব হয় তৈরী, এটি হতে সব প্রারম্ভ।
চাদের স্নিগ্ধ আলো, পোকার ধ্বনি,
এক নতুন মুহূর্তকে করে সঙ্গীন।
বিবিধ সব জিনিসের স্বাক্ষী এই সময়,
রাত্রির গরিমা রঙিন।
নিশীথের আলো যে ক্ষীণ প্রত্যয়,
প্রত্যক্ষ করা যায় কিন্তু অনুভব করা যায় না।
এটি ছাড়া দিনের অস্তিত্ব করা যায়না কল্পনা
দিনের সব মলিনতা রাত্রির কোলে এসে পায় মার্জনা।
দিনের সব কোলাহল রাত্রির স্পর্শে হয়ে যায় যেন নিঝুম
ক্লান্ত পথিকের কাছে নিশীথের আলো হয়ে যায় প্রভূত।
নিশাচর সব প্রাণীরা তোমার আলোতে পায় এক নতুন পথ
পেচা হোক কিংবা বাদুড়,সবকিছুকে মাড়িয়ে নেয় এক নতুন শপথ।
দিনের উষ্ণতাকে রাত্রি করে শীতল হাওয়ার স্রোত।
দিনের সূর্যের অগ্নিঝর যেন-
নিশীথের প্রাণবন্ত আলোর কাছে হয়ে যায় চুপ।
রাখাল বালকের পথ চলা যেন হয়ে দাড়ায়-
দিন ও রাতের মিলনের স্তম্ভ।
গোধূলি যেন করে রাত্রির নতুন প্রহরের গন্তব্য।
দিবাকালের গগন রাত্রির চন্দ্রের আভাতে হয়ে যায় অভিসারি,
সবকিছু শেষে নিশীথের আলো হয়ে যায় এক নতুন মিলনের দিশারী।