কী যেন এক নিস্তব্ধতা রয়েছে ওর মধ্যে,
জানি না কোন খেয়ালিপনায় বাস করছে মোর জগতে।
আমার অবেলার দিনে সে এসেছিল এক অমূল্য সঙ্গী হয়ে
সময়ের সাথে সাথে অস্তিত্বের হাতছানি বয়ে চলেছে মোর চিত্তে।
নীরবতা যে কী জিনিস দেখিয়ে দিয়েছিল সে
স্থির দিপ্তে কাজ করে চলেছিল মোর বহমান জীবনে সে।
নীরব চিত্তে কাজ করে গিয়েছিল মোর অস্থিরতা ভরা স্বর্গে
মান অভিমান নিয়ে গড়া মোর অভাবের জীবনে
নীরবতা কে জয় করে সে আমার সংসারে এনেছিল আলোর রোশনাই,
একমনে সে জায়গা করে নিয়েছিল মনের আপন কোঠরে।
দিন প্রতিদিন তোমার কদর বাড়ছে,
অথচ ছেয়ে রয়েছে যেন নিস্তব্ধতা।
যৌবনের জৌলুশ ঝলসে ওঠে,
পারি দিয়েছে এক গোপন নিস্তব্ধতা।
অহংকারে ঘেরা এই ভুবনটা যেন মলিন জঠর
স্বার্থপর এই দুনিয়ায় তুমি যেন নীরব দর্শক
ব্যস্তময় জীবনে শান্তির প্রতীক,
তুমি নীরবতার দূত
স্বার্থপরের এই বসুন্ধরায় তুমি যেন নীরব স্বার্থত্যাগী।
আত্মবলিদান কি জিনিস তুমি শিখিয়ে দিয়েছো,
তুমি আমার নীরবতার সঙ্গী।