চলছে বেটা বাজার ফেরত, হাতে মস্ত বড় লাউ
যাচ্ছে প্রহর,কাটছে দিন,
  নিমাইয়ের রসিকতা চালাউ
বাজার ফেরত বাড়িতে সে-
  গিন্নি বলে কেন হল দেরি।
নিমাই বেটা কী আর বলবে তার পুরনো কারবারি।
দিবা শেষে রাত্রি হল,
  সকলের খাবারের পালা।
অন্যমনস্ক নিমাই বেটা তার সখাদের সঙ্গে নতুন রঙে মেলা।
রসিক মন হচ্ছে নরম খানিকটা প্রচ্ছন্ন,
দিবারাত্রি দিচ্ছে সঙ্গ, তার চিত্ত রসিকতায় আচ্ছন্ন।
গিন্নির যেন পরল ভারী কী করবে এখন।
রাত্রি ফিরলে দেখাবে রঙ্গ গিন্নি বলে তখন।
দিনের বেলা নতুন রূপে নতুন সাজে নিমাই
বসবে আবার দোকানে, তার সঙ্গ দেবে বন্ধুরা,
সাথে রয়েছে কানাই।
দোকানে খদ্দের সারিবদ্ধভাবে অপেক্ষারত,
সে বড় খামখেয়ালি, রসিকতায় মনোহর।
প্রতিদিনকার কাণ্ডে অভ্যস্ত কানাই-
কারণ যানে সে
যত নষ্টের গোড়া এই নিমাই সহোদর
কী আর বলবে সে।
চৈত্র মাসে নতুন রূপে সেজে উঠেছে গিন্নি
তার যেন আবদার স্বামীকে,
কিনে দিতে লাগবে প্রসাধনী সামগ্রী।
জিনিস কিনতে গিয়ে নতুন সঙ্গ
  সে নতুন রসিকতা করছে
নিমাই বেটার আসতে দেরি-
  গিন্নির পূজো চলছে।
পূজো শেষে বাড়ি ফেরত গিন্নি রাগাশ্রিত তখন
গিন্নির যেন মন ভাঙেনা কী করবে এখন।
ভীত চিত্তে বেটার মনে যেন ফন্দি আটল,
গিন্নির মন ভাঙাতে নতুন রসিকতা শোনাল।
কিন্তু গিন্নির মন বড় জটিল,
  সহজে তা ভাঙছেনা,
নিমাই বেটা বেজায় খপ্পরে,
কী করবে এখন ভেবে পাচ্ছে না।
সব শেষে নতুন জিনিস উপহার দিল তাতে,
নিমাই বেটে যেটা কিনেছিল রসিকতা করতে করতে।
গিন্নির মন বড় খুশি করল স্বামীকে আলিঙ্গন,
নিমাই যেন মুচকি হাসি তার রসিক মন তখন।