এই যে নীল সমুদ্র
পাড়ি দিব তাতে আমি দূর দেশে হয়ে
অজানার খোঁজে
অজানাকে জানতে
কখনো হিমেল হওয়ার সঙ্গী হয়ে
আবার কখনো বা কম্পাসের সেই ঘড়ির কাটা মেপে
যাব ভেলায় করে ভেসে
অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি
কখন বা সামুদ্রিক ঝর
আবার কখনও বা জলদস্যুদের তাণ্ডব।
কিন্তু সবকিছুকে আমি প্রতিহত করেছি কঠোর ভাবে
লক্ষ্য আমার স্থির
কারণ জানি সেই সমুদ্রের পারে আছে;
এক স্বপ্নের নগরী।
সেখানে আছে গুপ্তধন।
ধূসর বর্ণের সেই নগরী।
তার চারিপাশে বিরাট নারিকেল গাছের সারি।
যেন পৌঁছে গেছি বিম্বিসার ও সমুদ্রগুপ্তের সাম্রাজ্যে।
দুই ধারে দুই নদী প্রবাহিত
আর তারই মাঝখানে স্বপ্নের সেই রাজপথ।
সামনে একটা বসেছে হাঁট
সবাই যে যার মতো ব্যস্ত।
আমার দরকার সেই গুপ্তধন।
তা দিয়ে বাধব স্বপ্নর গড়ন।
হঠাৎ আমাকে ধরে নিয়ে গেল এক গুপ্তচর রাজার দরবারে।
আমি নিজের পরিচয় দিলাম।
রাজা প্রচন্ড আপ্লুত।
দিলনা আমাকে কোন শাস্তি।
আমি যেন হতবাক প্রাণ।
কতধরনের না খাবার খেলাম।
দেখাল তাদের বিরাট রাজপ্রাসাদ।
যাবার শেষে একরাশ স্মৃতি
রাজনৌকায় করে ফেরলাম দেশের মাটি।
সবকিছু যেন লাগছিল আমার জাগ্রত স্বপ্ন
আবার লাগবেই না কেন।
এটাই তো সেই স্বনের নগরী যাকে আমি খুঁজছিলাম।
শেষে পৌঁছে গেলাম নিজের দেশে
আর দিলাম একরাশ বিদায়।