আহারে মোর ক্ষুদে তরুণরা
    বসে আছো কাদের জন্য
নিঃসঙ্গ - নগ্ন, ক্ষুধার্ত উদরে
   কাহার আগমনে দানা বাধছো
নর্দমার নোংরা জলের ছিটে-
          করছে তোমাদের ছেড়া কাপড়কে কালিমাপ্রাপ্ত
ভগ্ন হৃদয়-শরীর নিস্তেজ
তবুও তোমাদের চোখে জ্বলজ্বল করছে একটি আশা।
হয়তো বা কেউ আসবে,
  তুলে দেবে দুমুঠো অন্ন।
কিন্তু আমি জানি কেউ আসবেনা,
  আসবেনা কেউ তোমাদের জঠর জ্বালা মেটাতে।
ধরা দেবেনা এখন তোমাদের পিতা মাতা
কারণ ওরা অচৈতন্য
    অর্থের অভাবে নিশ্চিহ্ন
স্বৈরাচারীদের বসানো থাবাতে ওরা জর্জরিত
শুনেছি ওরা দিয়েছে ফাঁসি
       ওদের লাশ হয়েছে জঞ্জালের স্তূপে পরিণত।
সংসার সাগরে ভাসিয়ে দিয়েছে তোমাদের
ওদের অতৃপ্ত আত্মা এখন নিভৃতে অপেক্ষায় রয়েছে।
   একমাত্র তোমাদের অপেক্ষায়,
এখন ভাঙ্গো তোমাদের পায়ে বাঁধা কষ্টিপাথর
ধরো এ মশাল,
   হানো আঘাত কঠিন কুঠারে
বুঝাও অর্থ দিয়ে কেনা টাকার ক্ষুদা।
ঘুচাও দুঃখের অতলে ফেলে আসা দুবেলা চোখের জল।
মুখের গ্রাস কেড়েছে যারা তাদের মজ্জাকে নাড়ো রিক্ত হস্তে।
    করো সংহার তারুণ্যের মঞ্চে।
এখন সময় তোমাদের,
   কাস্তে দিয়ে কাট বৈষম্য
হাতুড়ি দিয়ে ভাঙ্গো দারিদ্র্য।
দুহাত তুলে উজার করো অন্নের দুর্গ
সাজাও অহিংসার মোড়কে সুখের স্বর্গ
নবীন প্রজন্মের তোমরা হচ্ছ বাস্তবের মশাল
  নেভাও খেটেখাওয়া মানুষদের দ্রোহ।