রৌদ্র স্নাত শুষ্ক আবহাওয়া এটা একটা নতুন জগত
অনুর্বর রুক্ষ স্যাতস্যাতে মরুভূমি যেন একটা ভ্রমর ।
গরম তপ্ত বালিয়াড়ি আর বালুর ঢিবি,
ভয়ংকর বিষাক্ত জন্তু আর নতুন নতুন জীব-ই ।
নিত্য নতুন চমত্কার নিয়ে আজব গুজব সৃষ্টি
হাজার হাজার বছর ধরে টিকে রয়েছে একাকী ।
পথভ্রষ্ট পথিকের কাছে মরুভূমি যেন বি - দিশা
নিত্য নতুন পথিকের কাছে মরুভূমি একটা নেশা ।
বৈজ্ঞানীকদের কাছে পর্যবেক্ষনের স্থান, সাধারণের কাছে ত্রাস
মরীচিকার খপ্পরে যেন কেটে যায় মাসের পর মাস ।
পাহাড়ের বুক চিরে বয়ে যায় নদী তোমার অন্তর দিয়ে ,
হড়পাবান সৃষ্টি হয় বুকে ভয় দিয়ে ।
বৃষ্টিবিহীন নিষ্ঠুর ভূমি তুমি হচ্ছ মরুভূমি
দিবারাত্রি পথিকের জন্য তুমি অনুগামী ।
নীলাভ আকাশের নীচে তুমি ছড়িয়ে রয়েছ বিশাল এলাকা জুড়ে ;
তাম্র,পীত,তিক্ত,মিস্ট কত স্বাদ খুড়ে ।
যাযাবর আর বানজারাদের জন্য ইতিহাসের পাতায় তুমি আদি অনন্ত
বিবর্তনের দীর্ঘ সময়ে তুমি হওনি পশ্চাতপদ ।
অভিব্যক্তি আর অভিযোজনের হাত ধরে তুমি পেয়েছ নতুন পথ
জীর্ণ,শীর্ণ,রুক্ষ,শুষ্ক শরীরে ঘেরা মরুপ্রান্তর ।
দিবাবেলায় তুমি জ্বলে ওঠ অগ্নিস্ফুলিঙের মতো
নিশীথের শীতল হাওয়ায় হাড়কাপানোর যন্ত্র ।
সৃষ্টিকর্তার দান মরূদ্যান সৃষ্টি করে একটা নতুন আবহ ,
রাতের হিমেল বাতাস বয়ে চলে যেন নতুন দিগন্তের প্রবাহ ।