তোমারি সেবায় অমূল্য ধনী
আনন্দ গীত প্রভাতে
মনের রূপে ঘেরা সপ্তসিন্ধুর খেলা
মর্মর ধ্বনি বাজাতে।
অস্থিমজ্জায় ঘেরা মিলনের সুর
রকমারি তাহার ঢেউ
বেলার তরঙ্গ আজ দরিয়ায় ডুবেছে
শর্তহীন জীবনের ছাউ।
নকলের আবরণে ঘেরা সময়ের পথিক
চিরজীবন মনের গমনের সাথী
কতদূর পর্যন্ত যে রয়েছে মোদের লক্ষ্য
নিশীথের ভরা আভরণ রহস্যের দীপ্তি।
রয়েছে যে নীল সমুদ্রে ঘেরা গোধূলির দিগন্ত
সে বেলায় মিলেছে মোদের মন
কনকনে ঠান্ডা বায়ুর অমোঘ স্পর্শে
সবকিছুকে ছেড়ে চলে যাই মোদের অন্তর।
জেগেছে অন্তরের বাসনা ক্ষণিকের চেতনায়
পরস্পরের চাহিদার অন্তরালে
তুমি আর আমি যে এখন বিচরণ করছি
সেই মনের ঘেরাটোপে।
মুক্তির কাণ্ডারি আমি আর তুমি
আর কী বলতে চাই
নেশাহীন স্বপ্ন জাগে
নতুন কিছুর আশায়।
স্মৃতির গোচরে রেখেছি যে দিন
অন্তরের মাঝে পরিপূর্ণভাবে
নতুনভাবে বেচে থাকার মানে
নতুনভাবে চলার সে দিন।
কোথায় আমরা যে ছিলাম
আর কোথায় এখন যে আছি
মনের মাঝে নিয়েছ যে ঠাই
পথ চলার মাঝে পরস্পরের কাছাকাছি।
স্বপ্নর নতুন খেলায় আসক্ত
মোরা মুক্তির জীব
মুক্ত হতে মোদের মন
হায় যে কত গভীর।