দেখ যে এই মোমবাতি
তার মধ্যে জ্বলছে ছোট্ট আগুনের লেলিহান শিখা
এক সময় তুমি ছিলে বড়।
কিন্তু বহ্নির উত্তাপে নতজানু হয়ে
আজ তুমি ছোট হয়েছ।
কিন্তু জ্বলছো সতেজভাবে,
তেজ রয়েছে এখনও
তোমার আগুনের দীপ্তিতে এখনও উজ্জ্বল চারিদিক।
কত অবাঞ্চিত প্রাণীরা না আশ্রয় করে নিয়েছে তোমাতে।
তোমার আভায় তারা পেয়েছে নতুন পথ।
সবকিছু ঠিকই চলছিল
তুমি ছিলে প্যাকেটেবাক্সের গাদায় সারি সারি
অন্যান্য মোমবাতিদের সাথে।
তারপর হঠাৎ ঘনিয়ে নামল আধার
এখন তুমি ছাড়া নেই যে কোন উপায়
তুমি কখনো হও সাঝবেলার সাথী
      আবার কখনো হও প্রতিবাদের পথচারী।
তুমি যে কত রূপে না নিজের মজ্জা ছড়িয়েছ চারিদিকে
ভিন্ন অবস্থার সঙ্গী হয়ে।
কিন্তু জানি তুমিও যে একসময় ইতিহাস হয়ে যাবে।
দেশলাইয়ের বারুদের স্ফুলিঙ্গে নিজেকে ধরা দিলে তুমি।
ছোট্ট সেই বহ্নিশিখা যা জ্বলজ্বল করছে তোমাতে
তার গরলে দগ্ধ হয়ে আজ হয়ে গেছ ক্ষীণ প্রাণ।
তবুও হওনি শান্ত
তুমি যেন বিদ্রোহের আগুনে ঘেরা শেষ সৈনিক।
যে লড়াই চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত
নিজের অস্তিত্বের রক্ষার্থে
নিজের স্বাধীনতা প্রমান করতে।
জানি তোমার অধ্যায় আর কিছুক্ষণ
তারপরেই তুমি মিশে যাবে ধরণীর আঙিনায়।
নিজের শেষ নির্যাসটুকু নিংড়ে দিয়ে বিলুপ্ত হয়ে যাবে।
শেষ হয়ে যাবে তুমি
        আসবে নতুন অতিথি।
কিন্তু ক্ষণকালের এই সময়ে ঘেরা তোমার উপকার
চিরঅমলিন হয়ে থাকবে
   যা তুমি করেছ সেই লহমায় উত্সর্গ।