আমি কী জানি বলবো  
        তোমার কাছে এসে।
সেই লহমায় তোমার সুরে    
       আমি বাঁধবো নিজেকে।
হয়তো সেদিন আমি তুমি
            থাকবো জোছনায়।
সেই রঙ্গেতে ভাসবো আমি
             নিজের কল্পনায়।
কালো মেঘের আড়াল থেকে
             সৌরকিরণের ছোঁয়ায়।
আমি তুমি বসে রয়েছি    
             কল্পতরুর ছায়ায়।
ফাল্গুনের হাওয়ায় মন যেন নবপ্রান
চৈত্রের এসেছ আগমনী-
               মোরা এর অংশীদার।
শীতের অবসানে বসন্তের আগমনে
তোমার আমার কিছু চাওয়া
                 পরে রয়েছে এখানে।
হাতে রয়েছে শুধু কিছুটা মুহূর্ত
     তারপরেই মোদের বিরহের পালা।
নতুন  সময় উপহার দিয়েও কেন
     মোর জীবনের সাথে করলে ছেলেখেলা।
স্বপ্নর দুনিয়ায় ভেলায় করে যাবে কোন দেশে
সেই সময়ে থাকবে তুমি ফুলের পাতাবাহারে হেসে।
আবেগপ্রবণ মোর চিত্ত
        হয়ে রয়েছে নির্ঝর।
মোর পরান যেন ডুবে গেছে
   তার গভীরতা পাওয়া এখন দুষ্কর।
বিরহের বাঁশী যেন একা কাদে
চিত্তের গোপন কোঠরে।
মোদের ভালবাসার দিনকে করি সমর্পণ
বিরহের কাতরে।