এলো রে এলো মাঝি এলো
নদীর পাড়ে দড়ি টানলো।
যাত্রীরা আসছে পিছে পিছে
মাঝি হাতে বৈঠা নিজে।
উত্তাল হাওয়া বইছে পাছে
নদীর আপন গতির কাছে।
যাত্রীরা সব ভয়ে কাতর
দেখবে সবাই বাজছে মাদল।
সারি সারি বক চলছে উড়ে
নতুন জায়গার সন্ধান নিয়ে।
মাঝি চলছে নিজের মজে
নীলাভ গগনের কোলের মাঝে।
নৌকা ভাসছে দুলে দুলে
হিমেল বাতাস বইছে তালে।
টিয়া ময়না দিচ্ছে সুর
যাত্রীরা নিজেদের জগতে বিভোর।
আকাশপানে নামল বৃষ্টি
শুধু ঝিরঝির আর মনোরম দৃষ্টি।
সামনে একটা ছোট ঝর্না
দারুন সুভাষে নেই কোনো তুলনা।
পিছনপানে আরেক মাঝি,
       নতুন যাত্রীর সঙ্গী করে।
মনে নতুন খুশির আবেগ,
        সবকিছুকে পাশে পেয়ে।
খানিকটা দূরে অপর কূল
              এবার যাত্রার সমাপ্তি।
মাঝির এবার বিশ্রামের পালা
পেল অনেক স্মৃতি আর কিছুটা স্বস্তি।