একটা সময় ছিল যখন সবাই চলত সম্পর্কের রাবডালে
মানবসমাজ এখন বিকিয়ে গেছে লোভের অন্তরালে।
অন্তরের চাওয়া পাওয়া যখন বিমুর্ষ হয় লোভের আতিশয্যে
লোভময় সমাজে মোদের বসবাস, কীসের গর্ব কীসের খ্যাতি
অনন্ত হাহাকারে আকাশ বিদীর্ণ, লোভই কী শেষ কথা ?
জড়তাময় সমাজে মোদের বসবাস, কীসের দাবী কীসের আশা ,
মিথ্যের আতিশয্য রৌদ্ররূপ ধারণ করে বসে আছে ,
সত্যের রবি পরে রয়েছে পশ্চাতে।
লোভই কী শেষ কথা এটা আমার প্রশ্ন ?
মানবজাতি যখন একে অপরের পাশে থাকবে, তখন জগত্টা হবে ধন্য।
আত্মিক সম্পর্ক যখন অটুট ছিল কোন এক কালে
রক্তের সম্পর্ক এখন বিলীন প্রায় লোভের পরম চালে
আধারের রাত জেগে যখন বয়ে যায় দুটি মন
সম্পর্কের চিহ্ন মজবুত ছিল চিরতখন।
লোভের থাবায় মানবজাতি এখন হারিয়ে ফেলেছে তার স্বাতন্ত্র
মানবসমাজে যেন অটুট নেই তার হারিয়ে যাওয়া গণতন্ত্র।
অতীতের ফেলে আসা সেই সময় যখন আনন্দ ব্যথায় মিশ্রিত
লোভের থাবা গ্রাস করেছে সমাজে, কীসের নিমিত্ত ?
লোভের শাখাপ্রশাখা বিস্তৃত হচ্ছে, মূল তার দৃঢ়,
সমাজকে কিভাবে বেধে রাখা যায় এই কথাটা যেন এখন নিবিড়।
ঈর্ষা, লোভ, তিক্ততা যখন এসে যায় সম্পর্কের মাঝে
তখন সম্পর্কের ভিত নষ্ট হয়ে যায় কোন সময়ের কাজে।
দুমুঠো অন্ন খেয়ে যখন কাটত নিত্যদিন ;
এখন অর্থ এসে গেছে তাই লোভ কাটতে চায়না প্রতিদিন।
কিসের এত অহংকার, কিসের এত লোভ,
মানবসমাজ যখন দুইদিনের অতিথি।
ভালো মন্দ নিয়ে সোনার সংসারে গড়ে তুলো প্রীতি।
অর্থের লোভ যখন সম্পর্কে সৃষ্টি করে বেড়াজাল
সম্পর্কের রিক্ততা কাটাতে এখন পাওয়া যায়না নতুন তাল।
আতিথিয়তা আর সেবা মোদের ধর্ম মোদের পরিচিতি
মনের লোভকে কাটিয়ে তুলতে পারলেই হবে মোদের সম্প্রীতি।