তোমার সাথে যখন প্রথম হয়েছিল দেখা,
                              তখন হৃদয়ে এসেছিল জোয়ার।
তোমার রূপের লাবণ্যে আকুল মন যেন সর্বদা রয়েছে জেগে
আমার বিশৃঙ্ক্ষল জীবনে তুমি হয়ে এসেছিলে আলোর দূত,
রূপের লাবণ্যে ঘরকে করেছিলে আলোকময়।
একটা নতুন স্বপ্ন নিয়ে তুমি ঘরকে করেছিলে স্বর্গ
তোমার কাজল চোখে আমি লিখেছিলাম আগামী দিনের গল্প।
দিনটা ছিল বড় আবেগপূর্ণ যখন তুমি আসলে নতুন,
নিজের সব স্বপ্নকে আহুতি দিয়ে সবাইকে করেছিলে আপন।
নতুন ছন্দে-নতুন রসে তোমাকে লাগছে অতিব
স্বর্ণের মতো উজ্জ্বলা, যখন তুমি ছিলে বিছানায় শায়িত।
পরিবারের সকলের কল্যাণে তুমি করেছিলে অনেক কিছু
নিজের জীবনের বীণায় সংসারের হাল ধরেছিলে, নেই পিছু
অন্যের সুখের আশায় নিজ জগতকে করেছিলে তুচ্ছতাচ্ছিল্য,
পরিবারের এই আলোকিত জীবনে তোমার অবদান অমূল্য।
ভাষার জ্ঞান আমি হারিয়েছিলাম-
যখন তুমি একা সংসারের হালে করেছিলে গৌরবান্বীত
তোমার অভাবে পরিবারের কী হবে,
                                তার কথা যেন ভাবনার অতীত।
এসেছিলে মোর জীবনে গগন প্রেরিত দূত হয়ে
তোমার লাবণ্যময়ী চোখ বলেছিল মোদের সংসারকে,
                                 এক নতুন উচ্চতায় নিয়ে গিয়ে।
বিষাদের সুর মনে জাগে যখন তুমি গৃহহীন হও,
তোমার লাবণ্যের সুরে মনটাকে যেন নিয়ে যায়,
                                  এক নতুন জগতে লও।