হে কোকিল,
  বন্ধ করো ধোঁয়াশার কন্ঠে ডাকা তোমার সেই মিথ্যে ফুলঝুরি
মিথ্যের হওয়ায় হাকা তোমার সেই চির আর্তনাদ।
দিগন্তের ছটায় তোমাদের সাতকাহন আর রঙ মেলায় না।
  কাকের বাসায় গিয়ে তোমার সংলাপ;
     আর শোভা পায়না।
কতদিন আর অন্যের ভরসায় থাকবে।
   নিজের সম্পদে অন্যের বোঝা বাড়াবে।
অনেক হয়েছে তোমার এই হাহাকার
নিজের স্বার্থে ঘেরা তোমার সেই কদাচার।
এবার বজ্রকন্ঠে হানো আঘাত
নিজেকে করো প্রশ্ন,
  তোমার হীনতায় চাপা সেই অভাগা বাসাটিকে।
আর বোঝা সইতে পারছে না সে।
এবার থামাও, তোমার এই আসা যাওয়া
  তোমার সেই সুরের মালাকে এখন দাও বিরাম।
পরিযায়ীর উপচারে কোন্ আশায় দিচ্ছ ফুল
নিষ্কণ্টক মনে ধরাও নিজের ঘরের ঘুম।