কী এমন হত ?
যদি সূর্য খসে পড়ে নৌকায় পরিণত হত
পাড়ি দিত মহাসাগর রুপি বিশ্বব্রহ্মাণ্ড
তার আলো পৌঁছে যেত সাগরের সমস্ত কোণে।
তাতে যাত্রী হত সমস্ত গ্রহেরা
লাইনের পর লাইন ধরে।
বৃহস্পতি হত নাবিক
তাহার নির্দেশে হাজার মাইল পার হয়ে-
পৌঁছুত আরেক দ্বীপে।
কী এমন হত ?
যদি দ্বীপগুলি এক একটি গ্যালাক্সি হত
দ্বীপের গাছপালা হত নীহারিকাপুঞ্জ
ও গুহাগুলি হত ব্ল্যাকহোল
তাতে যেতে মাঝে মাঝে ভেসে বইত
ঢেউ রূপী ধূমকেতু, উল্কারাশিরা।
কী এমন হত ?
যদি সাগরের এক একটি মাছ এক একটি তারা হতো।
তাদের আলো এসে পড়ত আমাদের গ্রহে
জলের গাঢ় বক্ষকে বিদীর্ণ করে
নৌকাকে ভরাত আলোকে।
কখনো বা ঘর্ষণে আলাদা হয়ে;
নতুন গ্রহ তৈরী হত
যা মাঝপথে উঠত আমাদের নৌকায়।
ঘেষে ঘেষে আটোসাটো ভাবে
ভারী হত নৌকা,
সকলের ভারে।
দু একজনকে ছেড়ে দিতে হবে স্থান।
সামনেই নীলাভ আলোর শিখা প্রজ্জ্বলিত
এসে গেছি নতুন মহাদেশের পাড়ে
যাত্রার সীমানা এখানেই শেষ
সূর্যের আলো নিভেছে
নয়া তারাকে ধরতে হবে
তার থেকেও উজ্জ্বল ও বিশাল।
তবুও কেন খটকা লাগছে।
সবাই একে একে নামছে নৌকা থেকে।
সামনে অপেক্ষারত বৃহৎ দুধেলা জাহাজ
মোদের স্বাগত জানাতে।
আমাদের থেকেও শতগুণে মজবুত
দেখাবে মোদের, ওদের ব্রহ্মান্ড
ওদের মহাজগত।