ঝড়ো আকাশে খোলা হাওয়া বইছে জোরে জোরে
ধরা দেয় পাগল এ মন তাহারি শর্ত জুড়ে
একদলা মেঘের পিণ্ড জমা হয়েছে-
মেঘলা হাওয়ার দাপটে।
স্বপ্নের চাওয়া বুকে নিয়ে সোনালি রোদের ছাও
হৃদয়ের আঙ্গিনায় ঠাই নিয়েছে নতুন প্রহরের কেউ।
জানি কী সে অনুভূতি জেগেছে অন্তরে
তাহার চিন্তায় ব্যস্ত ব্যাকুল তাহার গভীরে।
ছিল মন অচেনা, চেনা জগতের বাহিরে
দেখা দিয়েছে আনন্দ, সময়ের কেনা সুরে।
কাহার কেনা সেই গগনে যাবার লিখন এইবারে
মেঘমল্লারে তোমার ছবি আমি খুঁজেছি বারেবারে।
সেই দিনের'ই নদী পাড়ে মোদের চলা শুরু
তপন গেল অস্তাচলে ঝি ঝি পোকার দুরুদুরু।
রাতের চেনা সরু গায়ে দেশের বাড়ি যেটা
পূর্ণিমার সেই চেনা আভাতে খোলা হওয়ার ধর্তা।
হরিৎ ক্ষেত-পূর্ণিমার চাঁদ মিশে রঙের ফোয়ারা
জীবনের চাওয়া গুনছি যেথায় শ্রাবণ স্নাত ধোয়ারা
সেই দিগন্তে জ্বলছে দিশা তোমার আমার মাঝে
সেই বনেরই হুতুম পেঁচা বসেছিল বাঁশঝাড়ের কাছে
সব হল শুধু হলনা যাওয়া তোমায় কাছে পেয়ে
সপ্ততারার নীচে যেন ঘুমিয়ে উঠি খোলা হওয়ার বাহে।