ওহে মোর ধন্য মাতা
উজার করো তোমার দুহাত ভরে
পাশে সেই ধন্যি মেয়ে
তোমার আসার মুখ চেয়ে।
সঙ্গে চলে ছিন্ন কানাই
দিদি ছাড়া কেউ যেন নাই
তোমারি প্রতীক্ষায় দিন ভরে
একটিবার ডাকবে মা বলে
বলে ও বল রে খোকা
বলি থাম তুই যে কাঁচা
তোর গুটি গুটি পা বেয়ে
সোনালি রোদের গা চেয়ে।
তোর যে শুধু একটা ন্যাকামি
দিদির সাথে অবান্তর বাদরামি
চল রে চল যে তুই
দিদির সাথে চাঁদনি রাতে
পূজোর সেই ঠাকুর ঘরে
দিন পড়ল যে এবার বয়ে।
পাশে ছিল যে মন্ডা মিঠাই
তোর কিছু আর চাওয়ার নাই
দিদির দেওয়া তোর কাজল
নিলি সোহাগের গা মুখর।
শীতের সেই কনকনে রাতে
তুই ছিলি নিজের মজে
সারাদিন যে খেললি তুই
চোখ এখন তোর তন্দ্রভরা রই।
মায়ের সেই কোমল স্পর্শে,
দিদির দেওয়া আবেগের চাদর
সারাদিনের তোর যে হট্টগোল
রাতের পরশে যেন খোকার আদরের ঘুম।