কাছে থেকেও তুমি নয় কাছে
এক দুঃসহ প্রচেষ্টায় পরমে ব্যথা বাজে।
,,,,,,
   কোথায় ছিল ব্যক্ত হওয়ার সেই দু'আকাশ
একই ছোঁয়ায় জুড়েছিল দুপ্রান।
     পল্লবের কলির ন্যায় মোরা বেঁধেছিলাম,
             পেয়েছিলাম বাতাসের গন্ধ।
       ভাঙা চাকের ন্যায় মোর চোখ ধেধেছে;
              এখন কাছে থেকেও যেন অন্ধ।
       দেখেছি আমি তোমার আজ ও কাল
           আমার বাহের কুঞ্জে হয়েছ বিলীন
                         সংশয়ের দু'পার।
    আজ দূর গগনের ভিড়ে মাপছি তোমায় দাঁড়িপাল্লায়
      বুঝেছি সেই মুহূর্তের ভর আসবে না ফিরে।
   জীবনের মেলায় ক্রেতা হয়ে খুঁজেছি তোমাকে সাগরে
    সেই ভিড়েতে নাবিক হয়ে প্রয়াসী হয়েছি ক্ষণে।
       খুঁজেছি তোমায় সুমাত্রার সুনেনু কাননে,
          পার্বত্য গান্ধারের পাদদেশে,
    আবার সপ্তসিন্ধুর নিঝর প্রাঙনে
      পাইনি তোমায় কোথাও খুঁজে;
     শুধু মেলেছি মোর দুস্বপ্ন'র চোখ তোমার সড়কে
           কোন্ অজানা মোড়ে শুনেছি
        তোমার নূপুরের ঝংকার
       পালায়ে সেখানে দেখি তুমি নাহি;
            শুধু মালাটি পড়ে।
      মালাখানি তোমার, আমার কাছে
       তাহায় মোদের ছবি খাজে
      ইহাতে ধরেছে জঙ
    তবুও সাজিয়ে যে মোর হৃদয় বাউলে
        নিঃশব্দে জাগায় মোর ঘুম।
      সেই বিকেলে সুরের খেলা
        ফসলে ভরা শিশিরে
       মোর একাকিত্ব'র গোছা সাজিয়েছি।
                      |
   আমার আবেগের তুমি,
           পরাণে যেন জমেছে শিলা,
      দূরের দিশা পেরিয়ে-
   তোমার অজ্ঞাতবাস এখন খুড়ছে জ্বালা।
      সেই সময়ের পথিক হয়ে দেখেছি;
তোমার ছেড়া পাতায়
      গুছিয়ে নিয়ে ফুলের ভেলায়
      চালিয়ে একা ফুসছি দোলায়
      দূর দিগন্ত থেকে এসেছে এক প্রহরী
          হয়তো তোমার সন্ধান দিতে
            কিন্তু দিল না।
         আমি এখন বড্ড ক্লান্ত,
         তোমার খাতা পূর্ণ করতে করতে।
      ধূপের কাঠি জ্বলছে, আমার হৃদয় পুড়ছে
    জ্বলছে জ্বলুক মোর হৃদয়; চালিয়ে যাব।
      তোমার স্মৃতি পাশে নিয়ে পাড়ি দেব
         আর না ফেরার সেই সফরে।।
   কারণ,,,,,,

কাছে থেকেও তুমি নয় কাছে
এক দুঃসহ প্রচেষ্টায় পরমে ব্যথা বাজে।