হে যুগ, তুমি কখনো অতীতের বোঝা আবার কখনো বর্তমানের চালনি,
নবযুবা ও নতুনত্বের মধ্যে যেন ঢাল হয়ে দাঁড়িয়েছে পুরাতন যুগের শ্রেণী।
ভাসছে তড়িৎ, খেলছে তড়িৎ,
যেন নতুন যুগের আসর,
নতুনত্বের ভেলা যেন অতল বোঝা পেরিয়ে নব যুগের সমীপে দোদুল্যমান।
এসে গেছে আসন, ভরে গেছে নবযুবাদের ভিড়,
পুরাতন-নতুনের মধ্যে ঢাল হয়ে দাঁড়িয়েছে মোরা নতুন যুগের পথিক।
এসে গেছে নতুন যৌবন,
পাল্টে গেছে দিক,
জলের স্রোতে ভেলা ভাসাতে ভাসাতে গড়ে তুলব নতুন যুগের ভিত।
জাগো হে সংসার, জাগো হে সমাজ,
পুরাতন শৃঙ্খলার দিন পেরিয়ে সভ্যতা এখন নতুন যুগে দন্ডায়মান।
গড়ব আমরা নতুন সমাজ সভ্যতার বিকাশে উদীয়মান।
খোলে দাও বন্ধ খাঁচার মধ্যে থাকা শিকলের বেড়ি,
আমরা তো মুক্ত গগনের ভিত
প্রকাশ করতে চাই আমাদের জন্য অপেক্ষা করে থাকা নতুন কিছুর দিক।
মুক্ত যৌবনের দূত আমরা, উন্মোচন করতে চাই অন্ধকারের ঘেরাটোপ,
জীর্ণ, শীর্ণ, বদ্ধ দোয়ারের জীব যারা তাদেরকে দেব উপযুক্ত জবাব।
নতুন সময়ের স্রোত বইছে,
আসছে নতুন কিছু পরিবর্তন।
যুগের পর যুগ পরে থাকা পরাধীনতার জ্বালা যেন ঘুচবে এখন।
আর কিছুক্ষণ বাকি, সবাই অপেক্ষা করো-
পুরাতন মানসিকতার বেড়াজালকে ভেঙে আমরা গড়ব নতুন সমাজ-
মোরা নতুন যুগের মশাল।
নতুন দিগন্তের পথ ধরে নেমেছি আমরা-
যুগ পরিবর্তনের আকাশ সুবিশাল।
ঘুচবে পরাধীন দাসত্বের গ্লানি,ঘুচবে পুরাতন মানসিকতা,
এক নতুন যুগের অপেক্ষায়,
পরিবর্তনের হাওয়া বইছে দুলে দুলে এক নতুন সময়ের জায়গায়।
অস্থির চিত্ত বলে যখন পেতে চায় এক নতুন আশা।
নবুযুবারা তৈরী এখন, তারাই যেন শেষ ভরসা।
অশিষ্ট, কুসংস্কারে গড়া সমাজে যেন ছড়িয়েছে নবহাওয়ার গন্ধ;
নব যুগের বাসিন্দা হয়েও আমার যেন এখন দগ্ধ।
বিভাজিত সমাজব্যবস্থায় মানুষ বিদ্ধ, নতুন যুগের অতিথিরা,
যুগের হওয়া এখন নতুন দিকে,
কি করবে এখন পুরাতন জড়তার বাসিন্দারা ?
হিয়ার গড়লে দগ্ধ সমাজ কী করবে এখন ?
অন্তরের সুধা যেন শুকিয়ে গেছে,
পরে রয়েছে শুধু বিষ।
আমরা পরাধীনতা ঘুচনকারী ,
মোরা চিরসবুজ-মোরা কাঁচা,
যুগের তট-পরিবর্তনকারীরা কেন পায় শুধু প্রতিমুহূর্তে বাঁধা ?