জাগো হে বর্ষা তুমি জাগো
সোনালি রোদের আলো
     মেঘেরও সেই দিন কালো
সপ্তসম্ভার নিয়ে তুমি আসো
তোমার সুধায় ধরাকে ভাসো
    মেঘের কোলে তুমি যে হাসো।

তোমারি জাগরণ সহায়
  যেন সত্যনিনাদ উঠল গর্জে
নামল যে ছোট ছোট বিন্দু
      অজস্র সাঙ্গ তুঙ্গে।
মেঘের গর্ভ খালি করে
    জয়ের ডঙ্কা বাজিয়ে
অশনীকে করো নাশ
    তোমারি অতল বোঝায়ে।

তোমারি বর্ষণের সেই ধ্বনি
    নিখিল মনের যে প্রশান্তি
ঘাসের ডগায় জমে থাকা সেই বিন্দু
   দেয় নতুন জগতের হাতছানি।
নিষ্পলক তোমার হে স্পর্শ
  বৃষ্টিভেজা শালিকের রব ই
সোনালি সূর্যের সেই আলেয়া
   অরন্য রোদন বনানী।

তোমারি আগমন হে বর্ষা
    শস্যক্ষেত্র অপার আগ্রহ
কৃষকের চোখের সেই দু ফোঁটা জল
মুখের সেই মলিন রূপ
তোমার স্রোতে বয়ে আনে;
সুখের মোড়া হাঁসির গরজ।

আসার রূপে নতুন ভাষা
    তুমি যে স্বল্পসাথী
নতুন প্লাবনে সময়কে গতি দিয়ে
  তুমি হয়ে যাও উধাও একাকি।
নদী, ভূধর উত্তোলিত প্রাণ
   তোমারি আসার সেই সুরে
দুঃখের গড়লে হবে তোমার বিদায়
   বর্ষার সেই ক্ষীণ জাগরণে।