হয়তো একটি বার চেয়ে লও আমাকে
                 রাতের তারার ভিড়ে
খুজে পাবে সব দ্বিধা দ্বন্দ্বের অবসান
                 নয়ন প্রদীপ ঘিরে।
ছিল তোমার ইচ্ছা
                 হাতে বকুল ফুলের থোকা
জল্পনার হবে অবসান
                সবই যেন তিমির বরুণ ধোকা।
নদীর পাড়ে বালুচরের
                সেই ফল্গুনী রাতে
গুনছিলাম সবে দিনক্ষনের ইতিহাস
                তারা পড়ল যেন খসে।
তুমি বেজায় উত্সাহিত
                চাইলে যেন ইচ্ছা
তোমার দুটি আখি জ্বলজ্বল করছে
                আবেগ ভরা আশা।
দিলে তুমি আশার হাত
                সেই চাঁদনিপাড়া রাতে
নদীর তট যেন চকচক হাড়া
                পূর্ণিমার সেই আভাতে।
দিলে তুমি আমাকে প্রতিজ্ঞা
                 সেই মধুর লহমায়
থাকবে তুমি সদা পাশে
                 মোর হৃদয়ের ঝর্নায়।
মনে পড়ে সেই দিনটা
                 তুমি আসলে যখন
জীবনের চাওয়া পাওয়া যেন থমকে গিয়েছিল
                 পেলাম তোমায় তখন।
সেই ক্ষণকে পাশে রেখে
                দিলে তুমি মোকে স্বাক্ষী
নদীর স্রোতের অঝোর লহরে
                পেলাম জীবনের নতুন প্রস্তুতি।
জোনাকির সেই আলো
                চন্দ্রের সেই গরিমা
ছিল সেই স্মৃতির বিভাবরী
                তার অপরূপ মহিমা।
তোমার একটি কুণ্ডল
                রহিল মোর পাশে
দিলাম তোমায় পড়িয়ে তখন।
যামিনীর সেই জ্যোৎস্না রাতে
                মোর অন্তর যেন কাঁদে।
আর তো শুধু কিছু মুহূর্ত
                নিশীথ দিবে ডাক
নতুন রঙে তুমি উৎসারিত
                সোহাগের সেই রাত।
আবেগঘন সেই নদীর ধারা
                জীবনের সন্তরণে
তোমার ভোরে জীবনের বসন্ত
                অরূপরতন সনে।
ছিলে তুমি নতুন সাজে
                হিমেল বাতাস বইছে নবরূপ
হবে তুমি মোর জীবন সাথী
                তোমার সেই ইচ্ছাস্বরূপ।