প্রতিদিনকার ভোরবেলা যখন-
আমি স্বপ্নে বিভোর।
শুধু স্মৃতিতে তোমার ছায়া দেখি
আমি অপেক্ষারত।
জানিনা তুমি কে।
কিন্তু তোমার অস্পষ্ট ভরা মুখ
ইশারা দেয় যে
আমার অপেক্ষার এখন হবে অবসান।
কিন্তু ভোরবেলা সেই অবলা প্রাণীদের আওয়াজ;
ভেঙে যায় ঘুম
চলে যাও তুমি
তবে স্বাক্ষী দেয় অনেক কিছুর।
কিন্তু তোমার স্মৃতি সদা রয়ে যায় মোর কাছে।
হয়তঃ বা তুমি আসবে।
মোর জীবনের ঝরা অধ্যায়কে পূর্ণ করবে।
দোয়েল পাখির গান দেয় স্মৃতিকে ঘেরা
শিশির ভেজা ঘাসগুলি যেন স্বযত্নে মোড়া।
আমি রয়েছি বাড়ির সদরে একলা রাস্তার পথ
তোমার পদধূলিতে হবে রঙিন
যেন করেছি তোমাকে পাবার শপথ।
আমি এখন অপেক্ষায় আছি-
কবে প্রতীক্ষার হবে বিরাম
মিলনের মুহূর্তে সাজবো দুজনে
হয়তঃ বা কালকে আসবে তোমার ডাক।
যদিবা মিলন হবে মোদের
কতদিন তা টিকবে তার হিসেব গুনছি।
আমি যে নিজের জীবনের খাতায় তোমার নাম লিখেছি।
এখন যদি চলে যাও তাহলে
কিভাবে বুঝবো তোমার মান অভিমান।
জলভরা ঘন সারি সারি মেঘের মতো
অস্পষ্ট নিদ্রাভরা আঁখি দেয় জোগান
তুমি আর আমি কত কালের মিলনের সাথী।
নিজের জীবনের আঙিনায় পূর্ণতা দেবো তোমাকে।
মোদের স্পর্শে গড়ব নজির কাল দেখা হবে যেখানে।
মনের পিপাসু মোরা দুজন
হয়তঃ বা কালকে যাবো দুজনে।
দেখবে ধরণী দেখবে ভূধর
মোদের মিলনের সমীপে।