একদিন এক শেয়াল এক ঈগলকে বলল
  'আমাদের শিকারে তোমরা কেন মধ্যগগনে থাকো' ?
  সে বিচক্ষণ দৃষ্টিতে কয়েকখন তাকাল।
সে বলল আমরা তো ছো মেরে শিকারকে ধরি
  নিজেদের দলেই থাকি
  নিজের আখের নিজেকে ভরাই।
  তোমরা তো চালক প্রাণী;
তাহলে কেন চাপড় মেরে অন্যের খাবার চুরি করো।
আমরা তো খাবারের টুকরো কচিকাচাদের খাওয়াই
   তোমরা কেন এক থাবা গ্রাসের জন্য দিনের পর দিন ঘুরে বেড়াও ?
ঈগল বলল
  তোমরা মাটিতে থেকে শিকারের করো বড়াই
আর আমরা ছো মেরে শিকারের ঘাড় মটকাই।
    শেয়াল দেখে হতভম্ব।
ঈগলের পালা শেষ।
  সে পাখা মেলল আকাশে খাবারের সন্ধানে।
অপরদিকে শেয়াল ক্ষীণ সুরে ডাকল
সে হীনমন্য হয়ে চলতে লাগল;
   চলতে লাগল শিকারিদের দলে
অনেকদিন হল শিকার পেল না।
  কিন্তু হঠাৎ সে একদিন খাবার পেল
  কিন্তু অন্যের নয়,তার কচিকাচাদের।
চোরাইদের দল বন্দুক দিয়ে দুটো শাবককে মেরেছে।
আর হায়নার দল তাতে ভাগ বসিয়েছে।
   ঈগল সমবেদনা জানায়
      ও কিঞ্চিত সুরে বলে
''যে অতর্কিতে তোমরা থাবাও অন্যদেরকে
আজ সেই থাবাই নিজের ঘরকে ডোবালো ফেঁসে''।
ঈগলটি সেই গাছের ডালে বসে বসে ডাকছে
অন্যদিকে শেয়ালটির বিধিবাম হয়েছে।