হে জাতির পিতা,
আজ তুমি অসহায়
তোমার পাষাণ মূর্তিটি আজ যেন নিভৃতে কাদছে
স্বৈরাচারীরা আজ তোমার পুষ্পমাল্যকে কেড়েছে
ভেঙেছে লক্ষ লক্ষ শহীদদের রক্তে আঁকা-
তোমার জ্বলজ্যান্ত মূর্তিটি।
দূষিত করেছে বীরদের ছবিকে লেখা তোমার সেই মিনারটি।
আজ তুমি কালিমাপ্রাপ্ত।
শুনেছি তোমার নাম একেবারে মুছে ফেলা হবে।
তোমার নামের পাশে অপশক্তিদের লিপি ঝরানো হবে।
বাংলার সূর্য আজ অস্তমিত প্রাণ
ধরণীর পূর্ণিমা যেন নিশি আবরণী।
দেশের শাসনব্যবস্থা আজ তলানিতে
অর্থনীতি ডুবেছে।
গ্রাম বাংলা, শহর - মহল্লা,
সবকিছু আজ আততায়ীদের হাতে।
দুরাশার তিমিরে ঢেকেছে আজ বঙ্গের চাঁদ
তোমার দরবারে এখন শুধু তালা ঝুলছে।
মেয়েরা আজ নিরাপদ নহে।
সন্ত্রাসীরা আজ মুক্ত।
সংখ্যালঘুরা আজ একা লুকিয়ে কাদঁছে।
শূন্য হস্তে বেপরোয়া,
জনতা রয়েছে ত্রস্ত
অগ্নিঝরা শহরের বুক,
দুর্নীতির ভেজালে মত্ত।
চারিদিকে ধর্ষণ- হত্যালীলায় বঙ্গভূবন মাতোয়ারা।
জাগো হে মহীয়ান তুমি বীর বলবান,
তোমারি ধারায় বহিয়ে দাও এ দিন চলমান।
হে বঙ্গবন্ধু,
আজ মোরা একা,
বঙ্গবাসী শুধু তোমারি অপেক্ষায়।
জানি এটা সম্ভব নয়।
এমন কিছু নেই যেটাতে প্রাণ সঞ্চার করিয়া;
দ্বিতীয় বঙ্গবন্ধু তৈরী হবে।
মুক্তিযোদ্ধার পরিবারদের শ্রদ্ধা জানানো হবে।
তুমি শুধু একটাই
মোদের বঙ্গবিধাতা
মোদের জাতির পিতা।