আজ বিকেলে তোমায় দেখা চেনা সুরে
হারানো সেই মনের কথা,
গায়ের চাদরে ঢাকা পুরোনো ব্যথা গিয়েছি ভূলে।
হয়তো বা কাল নয়
হয়তো বা অদূরে থাকা-
তোমার ছায়ার সঙ্গী পেয়ে
মনের কোণে জমে থাকা সেই পুরোনো সুর
হঠাৎ যেন উকি দিয়ে যায়
শুনিয়ে যায় মনের বাঁধন
বলে উঠে কখন সে ছিল আপন
হারানো সেই সুরের কাহন
ছিঁড়ে গেছে অতীতে জমানো সব বন্ধন।

তখন তোমায় আমি শাপলা দীঘির সেই পাড়ে
মনে ছিল একরাশ স্বপ্ন
নামল যেন অঝোর ধারে বারির প্রবাহ
গেল জলে সেই সময়ের সেই ক্ষণ
তুমি আমি বৃক্ষরাজির ছায়াতলে
নামল বিকেল রামধনুর ধারা বহে।
সামনে মোরা নিশিরাতের ধরা অতলে
পুরোনো কথা অতীতের স্মৃতি রোমন্থনে
গাইব দুজন বাঁশবাগানের সেই চাঁদোয়ায়
হাঁসির সুরে হারানো কথা সেই লহমায়।

যদি হয় বিরহ মোদের একা কোন কালে
   মিটিয়ে দেব আনাগোনা;
তোমার পায়ের নূপুর চেনা,
   ঘরের সেই আলতা পায়ে
গৃহাঙনের সেই ফুল তোলা
   তোমার আমি বিদায় বেলা
দেব বিদায় অচেনা গীতে হবে দেখা
   হবে দেখা মোদের সখী
মোদের হারানো সুরে নতুন করে।