কোথায় গেল আমাদের সেই অরণ্য?
যার সাথে মোদের নাড়ির সম্পর্ক,
                        তাছাড়া নেই আমাদের জায়গা অন্য
আদর করে যাকে আপন করেছিলাম হাজার বছর আগে
এখন তার আকার যেন বিকিয়ে গেছে পরিযায়ীদের হাত ধরে।
বাইরের লোকেরা উপহাস করে,
                              এটাই কী মোদের পাওয়া?
অরণ্যকে নিয়ে তৈরী মোদের স্বর্গ,
                             নেই অন্যদের কাছে কিছু চাওয়া।
গাছের থেকে ফল নেওয়া, শিকার করা,
                              এটা ছিল জগত
পরিযায়ীরা এখন জঙ্গল পরিস্কার করে করছে মোদের জীবন দুর্বিসহ
হতে চাইনা মোরা শহরের অংশীদার,
                              মোরা চাই শুধু মোদের অরণ্য
অরণ্যের জন্য সমর্পিত মোদের প্রাণ,
                          সবকিছু করতে রাজি অরণ্যের জন্য।
এরা চায় নতুনত্বের দিক,
                       আমরা চাই শুধু মোদের অধিকার।
ওদের নগরায়নের আশঙ্কায় চারিদিকে ছড়িয়েছে যেন হাহাকার।
বছরের পর বছর ধরে যেই অরণ্য ছিল মোদের চেনা
গাছের পাতার প্রতিটা স্পর্শ, পাখিদের কুহুকুহু রব,
                                   সবকিছু লাগছে যেন এখন অচেনা।
যেই গোধূলির আবহে বনপ্রকৃতির ডাকে মোরা হতাম আচ্ছন্ন
জর্জরিত, ক্লান্ত, বিমর্ষ শরীর এখন সবকিছু থেকে বিচ্ছিন্ন।
সভ্যতার হাত ধরে বছরের পর বছর যাকে নিয়েছিলাম পরস্পর,
সময়ের দাম মোরা চুকিয়েছি,
                           এখন তো আমরা শুধু পর।
পরিযায়ীদের জগতের সাথে মোদের জগত
                           লেগে আছে শুধু দ্বন্দ্ব।
এখন শুধু প্রতীক্ষায় রয়েছি মোরা ,
                         ফিরিয়ে দাও মোদের সেই অরণ্য!