যাবার বেলা হল দেরি, আমরা ক্ষীণ-ক্ষণিকের সাথী,
সম্পর্কের থেকেও অতি দামী মোরা পরস্পরের প্রত্যাশী।
সৌরকিরণের রশ্মিগুচ্ছ ফিরে দেখায় না আমাদের ভূলেভরা দিক
জোনাকির আলোতেও যেন ম্লান হয়ে রয়েছে আমাদের ফিরে দেখা অতীত।
প্রতিশ্রুতি আর অভিমান সবকিছু মিলিয়ে ছিল একটা নতুন পরিবার
এখন সময়ের স্রোতে পারি দিয়ে সবাই যেন দূর পারাবার।
মায়ের মমত্ববোধ-বাবার স্নেহ, পরিবারের আদর সবকিছু নিয়ে ছিল দুর্বোধ জীবন
ফিরে দেখা সেই সময়গুলো যেন লাগছে ভাঙা কাচের মতন
নতুনের আশায় নতুন কিছু,
কে বলবে কখন পাল্টে গেছে সময় ?
মনের কোনে জমা হয়ে থাকা ফিরে দেখা সেই সময়গুলি যেন অতি নির্দয়।
ছিড়ে গেছে বন্ধনের চাবিকাঠি,
সবাই এখন তন্দ্রাচ্ছন্ন
অতীতের ফেলে আসা সময়গুলো রয়েছে যেন মৌন।
জীবন যেন সরল থেকে জটিলতার পথে,
রয়েছে মনের প্রভুত্ব।
আশা- নিরাশার মাঝে রয়েছে অতীতের গুরুত্ব।
হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা নিয়েছি নতুন জীবনের মত
দিকভ্রষ্ট নাবিকের ন্যায় যেন চেয়ে রয়েছে জন্মজন্মান্তরের পথ
সৌন্দর্যে ঘেরা আশার অতীত লাগছে নিরাকার
সময়ের দূরত্ব গ্রাস করে ফেলেছে যেন যৌবনের আকার।
জীবনের ছবি এখন চাবিহারা সিন্দুক,
গোলকধাধা যেন নানাদিকে
শেষ থেকে সব শুরু!
আমরা যেন মিলিত হয়েছি এক বিন্দুতে।
বর্তমানের দর্পণে অতীতের মানুষ মেলানো যায়না কোনোভাবে
সময়ই একমাত্র স্বাক্ষী যেন বলবে মলিনতার সাথে।
হৃদয়ের আঙিনায় মনের ভুবন যেন পরস্পরের বিপরীত
অনুভবের দৌড়ে পুরনো সময় যেন একটা ভিত।
ফিরে দেখা সেই দিনগুলি রয়েছে খেয়ালিপনায়
অতীতের যন্ত্রণা যেন মনের গহীনে দেয় যন্ত্রণা
মনের চাহিদা নিয়ে বসে রয়েছি,
সবই একসূত্রে গাথা
বিচারের বাণী পরে রয়েছে, সবকিছু লাগছে যেন ধাধা।
রাতের শেষে দিনের শুরুতে সব স্মৃতিচারণের সময়
ফিরে আসা সেই মুহুর্তগুলো লাগছে যেন এখন চিরবিস্ময়।