আর'পাড়ার রামুদা
   খালি আটে ফান্'দা
চলতে ফিরতে ঢালি
    শুধুই দেয় গালি
আহারে খালি ঠুস ঠাস
    করে শুধু ফুস ফাস
গলায় গান ওয়াহুয়া
     বেজায় কাঁপে মহল্লা।
দাওয়ায় বসে চটকায়
    বিড়ি টানে ঝটকায়।
  করে ধস্তাধস্তি
    বাচ্চাদের সাথে কুস্তি।
একদিন সকালে
    ফনদি আটল ব্যাটারে।
কাটল সাধের চান্দা
    কিনবে সখের ফাঁন্দা
বানাল মোটা ফাঁন্দ
    ধরবে তাতে দিল্লীর চাঁনদ্
নিয়ে গেল সুড়কি
     শন দেবে ধারটি
ফাঁন্দে পড়ল গোখরে
    ধ্যারে ধ্যারে চোখ রে।
এক সাপুড়ে দেখল যে
     নিয়ে যেথা রাখবে সে
দিবে টাকা পাঁচ আনা
   নিয়ে যাবে ফাঁন্দ খানা
সাপ দেখে লাঠি
     ছোবল দিতে গাঠি।
ফাঁন্দ গেল ভেঙে
     সাপ উধাও হুটকে
ব্যাটা ফাকা চত্ত্বরে
   সাপুড়ে নিঃসহ খপ্পরে।