লালের উপর লালঝুঁটিয়া
জেগে উঠেছে
সারাদিন শুধু চিৎকারে আর চিত্কারে
গলা ফাটাচ্ছে।
ছিল তার সহচর
দুটি সোনালি পালতা
ভোরের লালঝুঁটির ডাকের সুরে
নিদ্রা ভঙ্গ হত সদা।
ছিল সে বেশ চঞ্চল
থাকতোনা স্থির হয়ে
মাটি আঁচড়িয়ে বের করত কেন্নু
থাকত তার খাবার হয়ে।
ছিল সে বেশ মোটাসোটা
তীক্ষ্ম তার নজর
জড় হোক কিংবা সজীব
সবকিছুকে ধরে অতি খপ্পর।
ঘুরত সে এদিক ওদিক
বাড়ির বারন্দায়
জায়গার দখলে হত দ্বন্দ্ব
অন্য বাড়ির মোরগদের আঙিনায়।
গতি ছিল তার সে দুরন্ত
সহসা আসতোনা কাছে
এটাকে নিয়ে মালিক বেজায় অস্থির
কিভাবে ধরবে পায়ে।
আওয়াজ ছিল তার বিশাল
যেত বহুদূর পর্যন্ত
এটাকে নিয়ে দেয় সবাই অভিযোগ
মালিক এখন পরিশ্রান্ত।
একদিন হঠাৎ রোদেলা ভোরে
সবকিছু যেন শান্ত
কোথাও দেখা গেল না আর তাকে।
শুধু দেখা গেল তার শরীরের পাকা হাড়
যা নিয়ে যাচ্ছিল কাকে।
তার জায়গা এখন দখল করল বাকি মুরগিরা
জায়গা নিয়েছিল সে যেটাতে।